কখনো যদি

 আচ্ছা আমি যদি আকাশের তারা হয়ে যাই,
তুমি কি তখনও আমাকে দেখবে?
অপলক দৃষ্টিতে তুমি কি-
বর্তমানকেই খুঁজবে?

ধরে নাও আমি দূর বহুদূর,
কোন এক অচিনপুরে-
তুমি কি তখনও থাকবে বসে,
অভিমানের দৃষ্টিতে আমার পথ চেয়ে?

যদি না বলে হারিয়ে যাই,
অনেক অনেক দূরে তোমার সীমানা ছেড়ে,
তুমি কি অভিযোগ নিয়ে মনে ঘৃনা করবে,
না কি ভালবেসে মুক্ত করে দিবে আমায়?

যদি মিথ্যা স্বপ্ন দিয়ে মন ভেঙ্গে দেই,
আশাকে মিথ্যা সাধে আঁখি জলে ভেজাই
তুমি কি আর বিশ্বাস করবে না আমায়,
নাকি সব মনের ভুল ভেবে উড়ায়ে দিবে?

যদি না ভাব এমন, মনে রেখ-
ভালবাস আমায় মনের গভীরে,
বাস্তবতা থেকেও অনেক বেশি,
হ্যা অনেক বেশি ভালবাসও আমায়।

 শুধু আমাকে ভালবেসও,
আর কিছু চাই না তোমার কাছে,
শুধু মনে রেখ ভালবাসি,
হ্যা ভালবাসি সত্যি তোমাকে অনেক বেশি।
,

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোলা চিঠি (অংশ-১২)

অতঃপর আমি ব্যর্থ

তোমাকেই ভালোবাসি