তোমাকেই ভালোবাসি

এই ক্ষুদ্র জীবনের চলার পথের বাকে বাকে দেখা হয়েছে হাজার মনের সাথে যোগাযোগ হয়েছে উচু থেকে নিচু বহু ধরনের মনের সাথে কিন্তু বিশ্বাস কর এখনো পাইনি আমি নিজের মত করে খুব সাধারণ একটি মনের খোঁজ, যেমন ঠিক তোমার মতন।
ব্যস্ততার গ্যারাকলে ভালবাসা কাকে বলে সব কিছু ভুলে গিয়ে সবাই মত্ত হয়ে মেতে আছে লোভের ঘোরে।
আমি সাধুর আড়ালে দেখেছি বহু দাম্ভিকতার ছায়া, দেখেছি উচু-নিচু মনের পার্থক্য ওজন ।
সুযোগ পেলে সবাই নিজের দোষটা অন্যের কাধে গছিয়ে দেয়ায় মত্ত। এখানেই প্রধান ব্যবধান, এই বৃহৎ ভুবনে হাজার কোটি মানুষের বসবাস, সবাই ছলা কলা কৌশল দেখিয়ে বিত্ত গড়ে তোলার কাজে ব্যস্ত। কিন্তু কাউকে পাইনি তোমার সাথে তুলনা করার জন্যও। কেউ হাসতে পারে নি তোমার মত, কারো চোখে চোখ রেখে হৃদয়ে প্রশান্তি মিলে নি, কারো অবয়বে তোমার মত নিস্পাপ সৌন্দর্যরূপ ভাসে নি। তাই

আমি তোমাকেই ভালোবাসি, তুমি যেমনই হও না কেন। 

আমি কত কী দেখেছি এই জীবনে
শৈশব ছেড়ে কিশোর, কিশোর ছেড়ে যৌবনে
যৌবন ছেড়ে বার্ধকের পথে
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভব
ঘুরে সন্ন্যাসী হয়ে
কত কী দেখেছি আলো আর আঁধারের মাঝে
আমি দেখেছি সবার ভিতরেই অসৎ অর্থের লোভ।
তব আজও পাইনি আমি আপনার মত করে
খুব সাধারণ একটি মনের খোঁজ ।

 তোমার মুক্তো ঝরা হাসি, অমলিন কন্ঠস্বর, নিস্পাপ চাহনী, আমি ভালোবাসি তোমার মেঘকালো চুল, কপালের টিপ । ভালোবেসে যাবো যতদিন পৃথিবীতে বসবাস করি।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোলা চিঠি (অংশ-১২)

অতঃপর আমি ব্যর্থ