তুমি


বৃষ্টির  জলে সিক্ত পদ্মপাতা
জল তরঙ্গে তার দুঃখ শোধিতে চায়
মিশে রৌদ্র-মেঘের ঘনঘটায়
বৃষ্টি তবু তারে বুঝিতে না চায়।
যদি মুখোমুখি বসি তুমি আমি
 ব্যকুলতায় বহু কথা জমা থাকে মনে
আগের মতই ভয়ে পিছু ফিরে চাই
 মনে পড়ে যায় তোমায় চাওয়ার মানে।

ইচ্ছেগুলোর তো আছে অদৃশ্য ডানা
ছুয়ে দেখতে চায় তোমার উড়ন্ত চুল
ছুয়ে দেখা হয়ে উঠে না আমার
ক্ষণিকের ব্যবধানে ভাঙে ইচ্ছের ভুল
তুমি তো আকাশের বুকে স্নিগ্ধ চাঁদ
আর আমি মাটিতে লুটানো বাসি ফুল।

ফুলে ফেপে উঠে ইচ্ছের ক্ষোভ
ইচ্ছের প্রভাব পড়ে সমস্ত হৃদয় জুড়ে
প্রকাশ্যে আসে তোমার অভাব
বিনা দোষে সিগারেটে হৃদয় পুড়ে
মগজের অবহেলার আচরন
অনেকটা তোমার মতন
তুমি থেকে যাও দূরে ,অনেক দূরে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোলা চিঠি (অংশ-১২)

অতঃপর আমি ব্যর্থ

তোমাকেই ভালোবাসি