আমি তোমার সারাটা দিন চাই নি
আমি চাইনি তোমার সারাটা দিন ।
চেয়েছি খুব ভোর বেলা ঘুম থেকে চোখ খুলেই আমার কপালে একটা চুমু দিয়ে বলো - ভালবাসি ।
ক্ষ্যাপা সূর্য্যের উত্তাপে তোমার কপাল গলা বেয়ে ঘাম ঝড়ে পড়ার সময় তুমি আমার তর্জনীর অভাব বোধ করে বলো - তুমি নেই কেনো ?
আমি চাই তুমি শুষ্ক চুলে তেল মাখিয়ে আমার জন্য মুখ গোমড়া করে অপেক্ষা করে বসে থাকো । এক পৃথিবীর অভীমান বুকে জমিয়ে বলো - আমার বিনি টা কি আজ বাঁধা হবে না ?
খুব যে ইচ্ছে তোমায় নিয়ে বিলের ঘোলা জলে নৌকো করে ভেসে বেড়াবার ।
গল্প করার ঝগড়া করার দু হাতে তোমায় বুকে টেনে নিয়ে রাগ তাড়াবার ।
আমার যে ভীষণ ইচ্ছে তোমার খোঁপায় রোজ একটি করে ফুল চড়াবার ।
আমার হাতে পিঠে গালে চিমটি কেটে তুমি একা থাকার সবটা দিনের তাবোদ অভিযোগ তুলে বলবে - তুমি আমায় একটুও ভালবাসো না ।
আর আমি সে সময় হাঁটু গেড়ে তোমার সামনে বসে হাত টেনে ধরে বলি ! ভাল যদি না'ও বেসে থাকি ! তবু.......
তোমায় ছাড়া যে আমি অপূর্ণ । তা বিশ্বাস করি ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন